Shanto koro Bangla new Lyrics | শান্ত করো বাংলা রিলিক্স
Shanto koro Bangla new Lyrics information
Song Name : Shanto Koro (শান্ত করো )
Singer : Titash Bhromor Sen
Compostion And Lyrics : Prameya
Direction : Subhrodinp Pal and Prameya
Dop : Giridhari Garai
Label : Chirkut Offical
Bangla new Lyrics
থাক তোমাদের প্রেমের কথা ঘর সাজানোর ঘটা
নিজের হৃদয় জুড়তে গিয়ে ভাঙলে যে আর কটা ,
পানসি ভেসে যাচ্ছে কারা পানসে চোখের চলে
পিসফিসিয়ে ব্যর্থ ভালোবাসার কথা বলে ।
এলো ঝড় উথাল পাথাল
ভাঙলে বুঝি আমার ঘরও
তুমি এসা শান্ত করো ,
তুমি এসো শান্ত করো ।
কার পথে কে হাটলো কবে
সে মায়ায় ও ঠিক ফুরোবে,
আজ যে নদী , কাল সে মরা চর ।
পিরিত যদি নাও সে করে ,
জলপটি দিক অনেক জ্বরে ,
আলতো সুখে চিলতে রোদের ঘর ।
আমরা তবু স্বপ্ন গড়ি , আলগা পধে হাটিঁ
ক্লান্ত হলে শান্ত মাঠে পাতবো শীতলপাটি ,
বলছি না তো তোমায় ডেকে বাতাসে গায়ে মাখো
বলছি শুধু মন খারাপে কপাল ছুঁয়ে থাকো ।
এলো ঝড় উথাল পাথাল
ভাঙলো বুজি আমার ঘরও
তুমি এসো শান্ত করো ,
তুমি এসো শান্ত করো ।
মেঘেরা দিব্যি শোনে তোমার কথা
বাধেঁর ঘর তোমার ঘরের কাছে ,
পারলে আমার উপর বৃষ্টি নামাও
এ মনের সবুজ যদি বাচেঁ।
আসছে শীতে ঝরবে পাতা খয়েরি হরিদ্রভ
গভীর রতে কান্না পেলে তোমার কাছে যাবো ,
পানসি তবু ভাসছে একা পানসে চোখের জ্বলে
ফসফরাসের আলোর মতো হারিয়ে যাবে বলে।
এলো ঝড়ে উথাল পাথাল
ভাঙলো বুঝি আমার ঘরও
তুমি এসো শান্ত করো ,
তুমি এসে শান্ত করো ।
shanto koro bangla Songs is Singin by Titash Bhromor Sen . Shanto Koro Song Lyrics in Bengli wasd Write by Prameya . Music Composed By Prameya . Music Proudction , Mixing and Mastering by Debayan
Banerjee.
0 Comments